spot_imgspot_img
spot_imgspot_img

র‍্যাবের অভিযানে ৩টি ককটেলসহ আটক-২

spot_img

মাহাবুব ইসলামঃ মেহেরপুরের গাংনী থেকে ৩ টি ককটেলসহ ২ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৬ এর সদস্যরা।

- Advertisement -

বুধবার (২৪ আগস্ট), ভোর সাড়ে ৫ টার দিকে গাংনী উপজেলার ভাটপাড়া নীলকুঠি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের কোদাইলকাটি গ্রামের মৃত সালাম মিয়ার ছেলে আব্দুল আলীম স্বপন (৩৫) ও একই উপজেলার সাহারবাটী ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মৃত সাকেম মন্ডলের ছেলে সিফাত আলী (৫৫)।

ঝিনাইদহ র্যাব ক্যাম্প-৬ এর অপারেশন কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ রাসেল এঁর দিক নির্দেশনায় সিপিসি-২ গাংনী র্যাব ক্যাম্পের ডিএডি নুরুল আমীন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

গাংনী র্যাব ক্যাম্পের ডিএডি নুরুল আমীন জানান, বুধবার ভোরে উপজেলার সাহারবাটী এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভাটপাড়া এলাকায় কয়েকজন মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে গাংনী র্যাব ক্যাম্পের এসআই প্রদ্যুৎ কুমার ও শহিদুল ইসলাম, পিসি আব্দুস সাত্তার, এএসআই ফজলুল হক সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করেন।

্যাবের উপস্থিতি টের পেয়ে আব্দুল আলীম স্বপন ও সিফাত আলী পালানোর চেষ্টা করলে র্যাবের অভিযানিক দল তাদেরকে আটক করেন। এ সময় তল্লাশি চালিয়ে ২ জনের কাছ থেকে লাল রংয়ের শপিং ব্যাগে মোড়ানো কৌটার মত ককটেল সদৃশ ৩টি বস্তু উদ্ধার করা হয়।

জমি জায়গা সংক্রান্ত বিরোধের জেরে ওই গ্রামের বাবর আলীর বাড়িতে বিস্ফোরণ ঘটানোর উদ্দেশ্যে ককটেল গুলো নিয়ে যাওয়া হচ্ছিল বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।

একই সময়ে তাদের কাছ থেকে ১ টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৪’শত টাকা জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা দায়েরের পর গাংনী থানায় সোপর্দ করা হয়েছে। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আটককৃতদের বুধবার মেহেরপুর আদালতে হস্তান্তর করা হয়েছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ