চট্টগ্রাম মহানগরে ৫ থেকে ১১ বছর বয়সী চার লাখ শিক্ষার্থীকে প্রয়োগের লক্ষ্য নিয়ে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
বুধবার সকালে নগরীর মিউনিসিপ্যাল প্রাইমারি স্কুল প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
এ সময় মেয়র বলেন, “কোভিড-১৯ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পদক্ষেপের কারণে বহু উন্নত দেশের চাইতে বাংলাদেশ অগ্রগামী। বিশ্ব দরবারে প্রধানমন্ত্রীর এই ভূমিকা প্রশংসিত হয়েছে।
“যথাসময়ে কোভিড-১৯ এর ভ্যাকসিন সংগ্রহ ও প্রয়োগের ক্ষেত্রে বাংলাদেশের সফলতা বিশ্বে সমাদৃত হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশন করোনাভাইরাস প্রতিরোধে টিকা প্রদানের ক্ষেত্রে যে সফলতা অর্জন করেছে তা ধরে রাখতে হবে।”
তিনি বলেন, “যেহেতু শিক্ষার্থীরা কম বয়সী তাই নগরীর প্রতিটি স্কুলে গিয়ে টিকা দেওয়া হবে। ৪১টি ওয়ার্ডে ১৬৪টি টিম একই সময়ে টিকাদানে অংশ নেবে। কিন্ডারগার্ডেন ও ফোরকানিয়া মাদ্রাসা, এতিমখানাসহ সিটি কর্পোরেশন এলাকায় কমপক্ষে চার লাখের বেশি শিক্ষার্থী টিকা পাবে।”
কর্মসূচি সফল করতে সিটি কাউন্সিলরদের সার্বিক সহযোগিতার আহ্বান জানিয়ে মেয়র বলেন, “৫ হতে ১১ বছরের সকল শিশুদের ফাইজারের বিশেষ ধরনের টিকা গ্রহণের সুযোগ থেকে যেন কোনো শিক্ষার্থী বাদ না পড়ে সে ব্যাপারে আমাদের প্রত্যেককে নজর রাখতে হবে।
“শিশুদের টিকা প্রয়োগের ক্ষেত্রে জন্ম নিবন্ধনের বাধ্যবাধকতার কারণে কোনো শিশু যাতে বাদ না পড়ে সে বিষয়ে কাউন্সিলরগণ সহযোগিতা করবেন।”
সিটি করপোরেশনের স্বাস্থ্য ষ্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর জহর লাল হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠানে কাউন্সিলর আবদুস সালাম মাসুম, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাছিম ভূঁইয়া, ডা. ইমাম হোসেন রানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লিটন বড়ুয়া, অধ্যক্ষ সাহেদুল কবির চৌধুরী বক্তব্য দেন।