spot_imgspot_img
spot_imgspot_img

জ্বালানি তেল বিক্রিতে ৭ শতাংশ কমিশনের দাবি

spot_img

জ্বালানি তেল বিক্রিতে ৭ শতাংশ কমিশনের দাবি জানিয়েছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের। দাবি না মানলে ৩১ আগস্ট ভোর থেকে বেলা ১১ টা পর্যন্ত কর্মবিরতির হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন সমিতির সভাপতি মোহাম্মদ নাজমুল হক।

- Advertisement -

তিনি বলেন, জ্বালানি তেলের মূল্যের ওপর শতকরা হারে কমিশন নির্ধারণের সিদ্ধান্ত হয়েছিল জ্বালানি মন্ত্রণালয়, বিপিসি ও পেট্রোল পাম্প সমিতির বৈঠকে। কিন্তু সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়নি।

দ্বিতীয়ত বিপিসি প্রতিনিধিদের উপস্থিতি ছাড়া ভেক্তা অধিকার, বিএসটিআই বা অন্য কোনো সংস্থা পেট্রোল পাম্পে কোনো মোবাইল কোর্ট বা অভিযান চালাতে পারবে না বলে ২০১১ সালে জ্বালানি মন্ত্রণালয়ের এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল। সেটাও বাস্তবায়ন করা হয়নি।

সংবাদ সম্মেলন উপস্থিত নেতারা আরও বলেন, ২০১৬ সালে পেট্রোল অকটেন বিক্রিতে পৌনে ৫ শতাংশ কমিশন নির্ধারণ করা হলেও তা কার্যকর হয়নি। ডিজেলে সোয়া ৩ শতাংশ কমিশনও পাম্প মালিকরা পাচ্ছেনা বলে দাবি তাদের।

সার্বিক বিবেচনায় সব তেল বিক্রিতে কমিশন ৭ শতাংশের দাবি জানান তারা। এ ছাড়া তেলের পরিমাপে কারচুপি ঠেকাতে নিয়মিত অভিযানসহ ৫ দফা দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ