spot_imgspot_img
spot_imgspot_img

২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৫৮

spot_img

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত রোগীর সংখ্যা কিছুটা বেড়ে ২৫৮ হয়েছে, বেড়েছে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও। নমুনা পরীক্ষায় রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৩৮ শতাংশ।

- Advertisement -

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এ পর্যন্ত করোনা আক্রান্তের মোট সংখ্যা ২০ লাখ ১০ হাজার ৭৪৮ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২১ জন। এ নিয়ে করোনা থেকে সুস্থ হলেন মোট ১৯ লাখ ৫৪ হাজার ৮০৬ জন।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮৯৪টি। এতে ২৫৮ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হওয়ায় দেশে করোনায় মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩২০ জন। এছাড়া নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার আজ দাঁড়িয়েছে ৪ দশমিক ৩৮ শতাংশ। আগের দিন এ হার ছিল ৩ দশমিক ৮৯ শতাংশ।

সংক্রমণ কমার ধারায় গত ৫ মে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা নেমেছিল ৪ জনে। তবে গত ২২ মের পর থেকে প্রায় ৩ মাস ধরে শনাক্ত রোগীর সংখ্যা আবারো বাড়তে থাকে।

এর ফলে সারা দেশে দোকান, শপিংমল, বাজার, ক্রেতা-বিক্রেতা, হোটেল রেস্টুরেন্টে সবাইকে আবারো বাধ্যতামূলকভাবে মাস্ক পরাসহ ৬ নির্দেশনা দেয় সরকার।

দেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ নতুন রোগী শনাক্ত হয়।

গত বছরের ডিসেম্বরের শেষে বিশ্বে ছড়াতে শুরু করে করোনার অতি সংক্রামক নতুন ধরন ওমিক্রন। তখন দেশে রোগী শনাক্তের হার বাড়ার সঙ্গে সঙ্গে মৃত্যুও বাড়তে থাকে। এ বছর ফেব্রুয়ারি থেকে আবার নামতে শুরু করে করোনা রোগীর সংখ্যা। গত জুন মাস থেকে করোনার সংক্রমণ আবার বাড়তে থাকে। পরে ধীরে ধীরে তা কমে এসেছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ