spot_imgspot_img
spot_imgspot_img

মক্কার গ্র্যান্ড মসজিদের সাবেক ইমামের ১০ বছর কারাদণ্ড

spot_img

সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদের সাবেক ইমাম শেখ সালেহ আল-তালিবকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। অভিযুক্তের আপিল খারিজ করে আদালত এই সাজা ঘোষণা করেন।

- Advertisement -

মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, কী কারণে তাকে সাজা দেওয়া হয়েছে তার ব্যাখা জানায়নি সৌদি সরকার। ৪৮ বছর বয়সী আল-তালিবকে ২০১৮ সালের আগস্টে গ্রেপ্তার করা হয়েছিল। তখন তিনি মক্কার ইমাম ছিলেন।

সৌদি বন্দিদের নিয়ে কাজ করা প্রিজনার্স অব কনসায়েন্স অ্যাকাউন্টও খবরের সত্যতা নিশ্চিত জানিয়েছে, আমরা নিশ্চিত যে আপিল আদালত ইমামের খালাসের রায় বাতিল করে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

আরও জানিয়েছে, আল-তালিব খুতবায় সৌদির ধর্মীয় বিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন ইস্যুতে কথা বলার পর গ্রেপ্তার হয়েছিলেন। ২০১৭ সাল থেকে বেশ কয়েকজন ধর্ম প্রচারককে আটক করেছে সৌদি সরকার। অনেকে এখনো কারাগারে বন্দি রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ