spot_imgspot_img
spot_imgspot_img

লিবিয়ায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, নিহত ২৩

spot_img

লিবিয়ায় দুই দল মিলিশিয়ার মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও১৪০ জন।

- Advertisement -

শনিবার রাজধানী ত্রিপলিতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর সিএনএনের।

লিবায়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষে কমপক্ষে ২৩ বেসামকি নাগরিক নিহত হয়েছেন এবং ১৪০ জন আহত হয়েছেন।

দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থার জেরে লিবিয়ায় থেমে থেমে সহিংসতা হচ্ছে।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ন্যাটো সমর্থিত বিদ্রোহীরা ২০১১ সালে লিবিয়ার দীর্ঘ সময়ের শাসক মুয়াম্মার গাদ্দাফিকে হত্যা করে। সেই থেকে দেশটিতে বিশৃঙ্খলা চলছে।

সর্বশেষ সংঘর্ষে নিহতদের মধ্যে মুস্তফা বারাকা নামে একজন কৌতুক-অভিনেতা ছিলেন। মিলিশিয়া এবং দুর্নীতি নিয়ে সামাজিক মাধ্যমে তিনি ব্যঙ্গাত্মক ভিডিও প্রকাশ করতেন। বুকে গুলি লেগে তিনি নিহত হয়েছেন।

লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানীর হাসপাতাল এবং মেডিকেল সেন্টারেও গোলাবর্ষণ কর হয়েছে। অ্যাম্বুলেন্স টিমকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া থেকে বাধা প্রদান করা হয়েছে।

ত্রিপলির নগর কাউন্সিল ঘটনার জন্য শাসক রাজনৈতিকদের দোষারোপ করেছে। সহিংসতার ফলে শহরের নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে খবরে বলা হয়েছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ