সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের কার্যক্রম স্থগিত

শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের সব ধরনের কার্যক্রম স্থগিত রয়েছে।

- Advertisement -

শ্রমিকদের দাবি অনুযায়ী ব্যবসায়ীরা লেবার বিল দিতে রাজি না হওয়ায় এবং শ্রমিক কর্তৃক সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারীদের মারধরের ঘটনায় শনিবার এই অচলাবস্থার সৃষ্টি হয়। যার জেরে রবিবার (২৮ আগস্ট) সকাল থেকে কর্মবিরতিতে যান বন্দরের শ্রমিকরা।

সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারী অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান বাদশার দাবি, শনিবার সন্ধ্যায় ভারত থেকে বন্দরে আসা একটি ফলবাহী ট্রাক থেকে আন্দোলন-বিরোধী কয়েকজন শ্রমিক ও সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারীরা কিছু পণ্য অন্য ট্রাকে লোড করছিলেন। এ সময় অপর পক্ষের শ্রমিকরা তাদের ওপর হামলা করেন।

ওই ঘটনায় সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারী অ্যাসোসিয়েশনের দুই সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় দোষীদের সঠিক বিচার না করা হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকিও দেন তিনি।

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এজাজ আহম্মেদ স্বপন জানান, প্রতি ট্রাক পণ্য খালাসের পারিশ্রমিক বাবদ শ্রমিকদের ৮০০ থেকে ১,০০০ টাকা দেওয়া হয়। তবে শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা ১,১০০ টাকা পর্যন্ত দিতে রাজি হই। চারটি শ্রমিক সংগঠনের মধ্যে দুটি সংগঠন এটি মেনে নিয়েছে।

এজাজ আহম্মেদ স্বপনের অভিযোগ, পণ্য খালাস করার সময় অপরপক্ষের কর্মীরা সিঅ্যান্ডএফ এজেন্ট ও অনুগত কর্মীদের ওপর হামলা চালায়।

ভোমরা স্থলবন্দরের শ্রমিক ইউনিয়নের এক পক্ষের নেতা হাফিজুল ইসলাম জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বর্তমান বাজারদর বিবেচনায় ট্রাক থেকে পণ্য খালাসের জন্য বর্তমান পারিশ্রমিক ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,২০০ টাকা করার দাবিতে তারা শনিবার কাজ থেকে বিরত থাকেন।

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রশাসনের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ