হাজীগঞ্জ উপজেলায় কয়েকটি বালু মহালে অভিযান চালিয়ে ৭ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ পৌরসভাধীন আলীগঞ্জে পরিবেশ সংরক্ষণ আইন এবং হাজীগঞ্জ বাজার এলাকায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বালু মহাল ব্যবসায়ীদের কাছ থেকে এ জরিমানা আদায় করেন।
জানা গেছে, মোবাইল কোর্ট পরিচালনা করে এদিন আলীগঞ্জ বাজারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ৩টি ও চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদর দপ্তরের সামনে একটিসহ মোট চারটি বালু মহালকে পৃথকভাবে মোট সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এরপর হাজীগঞ্জ বাজার এলাকায় ১টি ও হাজীগঞ্জ-রামগঞ্জ ব্রিজ (হাজীগঞ্জ সেতু) সংলগ্ন এলাকায় ডাকাতিয়া নদীর দক্ষিণপাড়ে দুটিসহ মোট তিনটি বালু মহালকে পৃথক পৃথকভাবে মোট সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ সময় বালু ব্যবসায়ীদের বিভিন্ন দিক-নির্দেশনা ও পরামর্শ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম।
মোবাইল কোর্ট পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নান, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ আব্দুল আজিজসহ অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।