spot_imgspot_img
spot_imgspot_img

সাঙ্গু নদীতে অবৈধভাবে বালু উত্তোলন

spot_img

চট্টগ্রামের বাঁশখালীতে সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মো. শাহীন (২৬) নামের এক যুবককে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

- Advertisement -

মঙ্গলবার দুপুরে (৩০ আগস্ট) বাঁশখালীর পুকুরিয়া ১ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মাহমুদুল হাসান।

এসময় ড্রেজারটি জব্দ করে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ এমদাদ উল্লাহর জিম্মায় দেওয়া হয় বলে জানায় বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার মাহমুদুল হাসান। শাহীন আনোয়ারা থানাধীন বরুমছড়া গ্রামের প্রয়াত আবুল কাসেমের ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার মাহমুদুল হাসান বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে পুকুরিয়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় সাঙ্গু নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. শাহীন নামের এক যুবকের কাছ থেকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজারটি জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ