বাসায় ফিরেছেন খালেদা জিয়া

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিন দিন চিকিৎসা নেওয়ার পর বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

- Advertisement -

বুধবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় হাসপাতাল থেকে রওয়ানা করে সন্ধ্যা ৭টায় গুলশানের বাসায় পৌঁছান তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

খালেদা জিয়ার গাড়ি বহরের সঙ্গে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের সহস্রাধিক নেতাকর্মী হাসপাতাল থেকে বাসা পর্যন্ত আসেন। এ সময় কড়া পুলিশ প্রহরা ছিল।

গত ২৮ আগস্ট এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া।

সর্বশেষ