spot_imgspot_img
spot_imgspot_img

গাংনীতে মোটরসাইকেল কিনে না দেয়ায় কিশোরের বিষপান

spot_img

মেহেরপুরঃ মেহেরপুরের গাংনীতে বাবার মহিষ বিক্রির টাকা দিয়ে বড় মোটরসাইকেল কিনে না দেয়ায় জুলফিকার আলী ওরফে ভুট্টো (১৬) নামের এক কিশোর অভিমানে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। কিশোর ভুট্টো গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের বাথানপাড়া গ্রামের কেরু আলীর ছেলে।

- Advertisement -

বুধবার (৩১ আগস্ট) সকালের দিকে সে নিজ ঘরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে অবশেষে ব্যর্থ হয়েছে। স্থানীয়রা জানান, ভুট্টোর বাবা তাকে একটি মহিষ বিক্রি করে ছোট মোটরসাইকেল কিনে দিয়েছিলেন। ছোট মোটরসাইকেল চড়েও ভুট্টোর মন ভরেনি। সে এখন বড় মোটরসাইকেল নেয়ার জন্য বাবার পোষা আরেকটি মহিষ বিক্রির জন্য তাগিদ দেয়। দরিদ্র বাবা শেষ সম্বল একটিমাত্র মহিষ বিক্রি করে মোটরসাইকেল কিনে দিতে নারাজ।

এনিয়ে ভুট্টো অভিমানে গত দুইদিন ধরে খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়। অবশেষে বুধবার সকালে সে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। প্রতিবেশীরা টের পেয়ে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ