spot_imgspot_img
spot_imgspot_img

৩০ সেপ্টেম্বরের মধ্যে হাতে থাকা বাড়তি ডলার বিক্রির নির্দেশ

spot_img

নগদ ডলারের সংকট মেটাতে এবার কারো কাছে ১০ হাজার ডলারের অতিরিক্ত বৈদেশিক মুদ্রা থাকলে তা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাংক বা মানিচেঞ্জারের কাছে বিক্রি করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দিষ্ট সময়ের পর কারো কাছে অতিরিক্ত বৈদেশিক মুদ্রা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

- Advertisement -

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিবাসী বাংলাদেশিরা দেশে এলে সর্বোচ্চ ১০ হাজার মার্কিন ডলার বা সমমূল্যের বৈদেশিক মুদ্রা নিজের কাছে রাখতে পারবেন বা অনুমোদিত ডিলার ব্যাংকে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবে জমা রাখতে পারবেন। পরের বিদেশ যাত্রায় এই বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়ে যেতে পারবেন। অতিরিক্ত ডলার ধারণ করা ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৭-এর আওতায় দণ্ডনীয় অপরাধ।

কোনো ব্যক্তির কাছে ১০ হাজার ডলারের বেশি বৈদেশিক মুদ্রা থাকলে তা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাংক বা মানিচেঞ্জারের কাছে বিক্রি করার জন্য অনুরোধ করা হয়েছে।

তবে নির্দিষ্ট সময়ের পর কারো কাছে অতিরিক্ত বৈদেশিক মুদ্রা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ