spot_imgspot_img
spot_imgspot_img

সীমান্ত থেকে দুই কেজি স্বর্ণসহ আটক ১

spot_img

যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থেকে ৯টি স্বর্ণের বারসহ শুকুর আলী (৫০) নামে একজনকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

- Advertisement -

বুধবার (৩১ আগস্ট) বিকালে তাকে আটক করা হয়। শুকুর আলী রুদ্রপুর গ্রামের মিয়ারাজ আলীর ছেলে।

বিজিবির খুলনা-২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভির রহমান জানান, গোপন খবরে রুদ্রপুর সীমান্তে অভিযান চালায় একদল বিজিবি। কৃষকের ছদ্মবেশে দীর্ঘদিন ধরে স্বর্ণ পাচার করে আসছিলেন শুকুর আলী। সীমান্ত পথে ৯টি স্বর্ণের বার ভারতে পাচারকালে আজ তাকে আটক করা হয়েছে। এগুলোর ওজন দুই কজি ৩৩৩ গ্রাম। মূল্য আনুমানিক এক কোটি ৭০ লাখ। এ সময় পাচার কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। স্বর্ণসহ তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ