ফরিদপুরের নগরকান্দায় এক পুলিশ কর্মকর্তার বসতঘরের ছাদ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে নগরকান্দা থানা পুলিশ।
আজ শুক্রবার সকালে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের সদরবেরা গ্রামের মৃত রশিদ মাতুব্বরের ছেলে বাবুল মাতুব্বরের বাড়ির বসতঘরের ছাদ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র (ঢাল, কাতরা, সরকি, লাঠি) উদ্ধার করা হয়।
বাবুল মাতুব্বর মাদারীপুরে ডিবি পুলিশের ওসি হিসেবে কর্মরত ছিলেন। তবে বর্তমানে তিনি ঢাকায় আছেন বলে জানা গেছে।
বাবুল মাতুব্বর বলেন, আমি বর্তমানে ঢাকায় কর্মরত আছি। আমার গ্রামের বাড়িতে এলাকার পরিবেশ ভালো না থাকায় আমি গ্রামে খুব কম যাই। কেউ আমাকে ফাঁসাতে আমার বাসার ছাদে দেশীয় অস্ত্র রাখতে পারে।
পুলিশ অফিসারের বাড়ীর বসতঘরের ছাদ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ওসি (তদন্ত) বিকাশ মন্ডল।
তিনি বলেন, তালমা ইউনিয়নের সদরবেরা এলাকায় গ্রাম্য দলাদলি ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এ এলাকায় মাঝে মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে এলাকা নিরাপদ ও শান্ত রাখতে আমরা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করছি।
তিনি আরও জানান, এরই অংশ হিসাবে গোপন সংবাদের ভিক্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।