চট্টগ্রাম নগরে অক্সিজেন এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় রিকশা আরোহী এক যাত্রীর মৃত্যু হয়েছে।
- Advertisement -
শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে তামান্না বিল্ডিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম কমল কন্ট্রাক্টর (৪৫)। তার বাড়ির ঠিকানা জানা যায়নি।
দুর্ঘটনার পর সকাল পৌনে ১০টার দিকে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসেন সৌরভ নামের এক ব্যক্তি।
সৌরভ জানান, রিকশায় চড়ে কাজে যাওয়ার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন কমল। আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করে দেন। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।