চীনে একদিনে ১৮শ’ জনের করোনা শনাক্ত

চীনে শনিবার একদিনে এক হাজার ৮০০ জনেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। রবিবার দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছে।

- Advertisement -

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, শনিবার মোট এক হাজার ৮৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল এক হাজার ৯৮৮।

শনিবার শনাক্ত হওয়া ব্যক্তিদের ৩৮৪ জনের মধ্যে কোভিডের উপসর্গ দেখা গেছে। তবে এক হাজার ৪৬৪ জনের শরীরে কোনও উপসর্গ পাওয়া যায়নি।

আগের দিন শনাক্ত হওয়া এক হাজার ৯৮৮ সংক্রমণের মধ্যে ৫০২ জনের উপসর্গ দেখা গেছে। এক হাজার ৪৮৬ জনের কোনও উপসর্গ দেখা যায়নি।

সর্বশেষ