spot_imgspot_img
spot_imgspot_img

৪২ পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন নিয়ে আদালতে রিজভী

spot_img

নারায়ণগঞ্জের যুবদল কর্মী শাওনকে হত্যার অভিযোগ তুলে ৪২ পুলিশের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছে বিএনপির সিনিয়র যুগ্ন-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

- Advertisement -

আজ রোববার সকালে বিএনপির পক্ষ থেকে তিনি বাদী হয়ে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ইমরান হোসেনের আদালতে এই মামলার আবেদন করেন।

এ মামলার আবেদনে এক নম্বর আসামি করা হয়েছে নারায়ণগঞ্জের ডিবি (গোয়েন্দা) পুলিশের এসআই মাহফুজুর রহমান কনককে। এছাড়া জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা পুলিশের তিনজন অতিরিক্ত পুলিশ সুপার ও সদর থানার ওসিসহ ৪২ জন পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে।

মামালার আবেদনে অভিযোগ করা হয়, এক নম্বর আসামি জেলা ডিবি পুলিশের এস আই মাহফুজুর রহমান কনকের অস্ত্রের গুলিতে যুবদল কর্মী শাওন নিহত হয়েছে এবং এ ঘটনায় অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা সহযোগিতা করায় তাদেরও আসামি করা হয়েছে।

আদালতে আবেদন করার পর মামলার বাদী রিজভীর আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার সাংবাদিকদের জানান, আদালত আবেদনটি গ্রহণ করেছে এবং তা যাচাই বাছাই করে পরবর্তীতে আইনসম্মত আদেশ প্রদান করবে বলে তাদের নির্দেশ দিয়েছে।

এ ব্যাপারে মামলার রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, সরকার সংবিধান লঙ্ঘন করে বিএনপির গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। গত ১ সেপ্টেম্বর ঘটনা তাই প্রমান করেছে। এর মাধ্যমে দেশে একদলীয় সরকারের নমুনার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ