সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফজল হক ( ৬০) ও মোহাম্মদ আলী (৫০)কে গ্রেপ্তার করা হয়েছে।
উপজেলার চামরদানী ইউনিয়নের চামরদানী গ্রামের বাসিন্দা মৃত ফরমুজ আলীর ছেলে ফজল হক ও বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের নবাবপুর গ্রামের বাসিন্দা মৃত মরতুজের ছেলে মোহাম্মদ আলী।
গত ররিবার রাত সাড়ে ১২টার দিকে সিলেট শহরের শাহপরাণ থানা এলাকা থেকে ফজল হক কে এবং একইদিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সুনামগঞ্জ সদর থানা এলাকা থেকে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।
মধ্যনগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার চামরদানী গ্রামের ফজল হকের বিরুদ্ধে ১৯৯৯সালে মধ্যনগর থানায় এবং টাকা আত্মসাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নবাবপুর গ্রামের মোহাম্মদ আলীর বিরুদ্ধে ২০১৮সালে সুনামগঞ্জ আদালতে একটি মামলা হয়।
ডাকাতির মামলায় ফজলহক কে চারবছরের কারাদণ্ড এবং টাকা আত্মসাতের মামলায় মোহাম্মদ আলীকে ছয়মাসের কারাদণ্ড দেয় আদালত।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )মো.জাহিদুল হক বলেন, ওই দুজনকে আজ সোমবার বিকালে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।