আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি বলেছেন, পুলিশ দিয়ে বিএনপি সরকার আমাদের পিটিয়েছিল, আমার সামনে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মো. নাসিম যার বাবা দেশের ৪ জন জাতীয় নেতার একজন ছিলেন, তাকেও ছাড় দেয়নি তাকে পিটিয়েছিল, রাস্তায় ফেলে দিয়েছিল।
তিনি বলেন, ‘সে সময় পুলিশ দিয়ে আন্দোলন দমন করতে ব্যর্থ হয়ে, তারা সেনাবাহিনী ব্যবহার করেছিল। ক্লিনহার্ট অপারেশন নামে শত শত মানুষ হত্যা করেছিল। আমি মনে করি বিএনপির পায়ের নিচে মাটি সৃষ্টি হয়নি। তারা এখনো রাজনীতিতে কৈশোরে আছে। আওয়ামী লীগ একটি পরিপক্ব দল, অভিজ্ঞ ও দক্ষ নেতৃত্বে তারা আছে।’
মঙ্গলবার সকালে মাদারীপুরে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠানে যোগদানের আগে বিএনপির মহাসচিবের এক বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।
শাজাহান খান বলেন, ফখরুল ইসলাম আলমগীর উন্মাদের মত কথা বলে, আওয়ামী লীগের পায়ের নিচে মাটি নেই, যে রাজনীতির দলটি ১৯৪৯ সালে জনগণের মধ্যে থেকে উৎসাহিত দল, যে দলের সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক তাদের পায়ের নিচে মাটি নেই এ কথা যে বা যারা বলে তারা আসলেই উন্মাদ।
আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্র চক্রান্ত করে ক্ষমতায় আসেনি উল্লেখ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসছে সব সময় জনগণের ভোটে। আর বিএনপি ক্ষমতায় আসছে ষড়যন্ত্র ও চক্রান্ত করে। বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে জিয়াউর রহমান ক্ষমতায় এসে বিনা বিচারে শত শত মুক্তিযোদ্ধাকে ফাঁসির কার্যক্রম করে তারপরে রায় দিয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান হাওলাদার, মাদারীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিনসহ সদর উপজেলার মুক্তিযোদ্ধারা।