তিনি বলেন, মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে। আসামিরা হলো পাহাড় কেটে নির্মাণ করা তালিমুল কোরআন মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মুহাম্মদ তৈয়ব (৫৫), নির্বাহী পরিচালক মোস্তাক আহমেদ (৪৮), শিক্ষক আবদুল মান্নান (৩৫), খাদ্য বিভাগের পরিচালক আনছার উল্লাহ (৩৮) এবং চট্টগ্রামের চন্দনাইশ থানার বৈলতলী গ্রামের মো. আজিজুল হক (৩৫), বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের দফাদার বাড়ির আবদুল মাবুদ (৪৫) ও একই উপজেলার বাহারছড়া রতনপুর গ্রামের দেলোয়ার হোসেন (৭০), ভুজপুর থানার ছিকনছড়া বাজার ইউনিয়নের মো. ইমরান হোসেন (৫০), লোহাগাড়া উপজেলার রাজঘাটা এলাকার সিপতাহুল জান্নাত (২০), মাদ্রাসা এলাকার বাসিন্দা রোকেয়া বেগম (৩৫) ও কামরুন নাহার (২৪)।
- Advertisement -
মামলার এজাহারে বলা হয়, ওই জায়গাগুলোতে প্রায় এক লাখ বর্গফুট পাহাড় কাটা হয়েছে। তাছাড়া গত ২৪ আগস্ট পরিবেশ অধিদপ্তরের টিম পরিদর্শনকালে তালিমুল কোরআন মাদ্রাসার অধ্যক্ষসহ অভিযুক্তদের নোটিশ দিয়ে শুনানিতে ডাকা হয়। কিন্তু কেউ হাজির না হওয়ায় থানায় মামলা দায়ের করা হয়েছে।