এশিয়া কাপে সুপার ফোর পর্বের লড়াইয়ে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। জয়ের জন্য পাকিস্তানকে করতে হবে ১৩০ রান।
বুধবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল আফগানিস্তান। ৩ ওভার পাঁচ বলের মাথায় দলীয় ৩৬ রানে প্রথম উইকেট হারায় আফগানরা। হ্যারিস রউফের বলে রহমানুল্লাহ গুরবাজ বোল্ড হলে ভাঙে এই জুটি। ১১ বলে ১৭ রান করে সাজঘরে ফেরেন আফগান ওপেনার। পরের ওভারেই উইকেট বিলিয়ে দেন হজরতউল্লাহ জাজাই। করেন ১৭ বলে ২১ রান।
পরে দলের হাল ধরেন ইবরাহিম জাদরান। ঠাণ্ডা মাথায় খেলে করিম জানাতের সঙ্গে একটা জুটি গড়ার চেষ্টা করেন। ১৫ রান সংগ্রহ করে জানাত বিদায় নিলে এই জুটিও ভেঙে যায়। এরপর ব্যাট করতে নেমে বেশিক্ষণ থিতু হতে পারেননি নজিবউল্লাহ জাদরানও। ১০ রান করে উইকেট হারান তিনি।
খালি হাতে ফিরতে হয় আফগান অধিনায়ক মোহাম্মদ নবিকে। শূন্য রানে বিদায় নেন তিনি। একপ্রান্ত আগলে রাখা ইবরাহিমকে বিদায় করে আফগানদের চেপে ধরে পাকিস্তানি বোলাররা। ৩৭ বলে ৩৫ রানের ইনিংস খেলে রউফের শিকার হন ইবরাহিম।
শেষদিকে এসে রশিদ খান ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাটিংয়ে ১২৯ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। ১৫ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন রশিদ। ১০ বলে অপরাজিত ১০ রানের ইনিংস খেলেন ওমরজাই।
পাকিস্তানি বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন হারিস রউফ। ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন এই পেসার। আরেক পেসার নাসিম শাহ ৪ ওভারে মাত্র ১৯ রানে নেন একটি উইকেট।