আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ নিহত ১

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নড়িয়া পৌর সভার স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রচার সম্পাদক মামুন খান নিহত হয়েছেন। এ ঘটনায়  আহত হয়েছেন আরও ১২ জন।

- Advertisement -

আজ বুধবার রাত ৮টার দিকে নড়িয়া পৌরসভার ২নং ওয়ার্ডে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত ও কমপক্ষে ১২ জন আহত হয়েছেন জানা গেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সন্ত্রাসীদের হামলায় নড়িয়া পৌরসভার স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রচার সম্পাদককে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে আনার পথে মারা যান।

শরীয়তপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তৌহিদ হাসান বলেন, প্রাথমিক অবস্থায় নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে পোস্টমর্টেম করলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। আসামিদের খুঁজে বের করার চেষ্টা করছি।

সর্বশেষ