বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আরো জোরদার আন্দোলনের সিদ্ধান্ত

সকল হত্যাকাণ্ড, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে আন্দোলন আরো জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির স্থায়ী কমিটি।

- Advertisement -

বুধবার (৭ সেপ্টেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব জেলায় পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা আক্রমণ চালিয়েছে সেই সব জেলাগুলোতে আহত নেতা-কর্মীদের দেখভাল করার জন্য জ্যেষ্ঠ নেতাদের পাঠানো হবে। দলের কর্মসূচিতে পুলিশের গুলিতে নিহত, নির্যাতন ও হেফাজতে মৃত্যুর বিষয়ে প্রতিটি ঘটনায় মামলা দায়েরের জন্য কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে লিগ্যাল সেল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির স্থায়ী কমিটি।

এর আগে, সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সভার সিদ্ধান্ত জানাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ভবিষ্যত কর্ম পরিকল্পনা পর্যালোচনা করা এবং তা স্থায়ী কমিটিতে উপস্থাপন করে অনুমোদন নেওয়ার জন্য ড. আব্দুল মঈন খানকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে।

পাশাপাশি, এক সপ্তাহের মধ্যে পুনরায় মিয়ানমার বাহিনী কর্তৃক বাংলাদেশ সীমান্তে গোলা নিক্ষেপের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটি। দেশের চরম অর্থনৈতিক সংকটের মধ্যে আওয়ামী লীগের রাজনৈতিক প্রচার চালাতে জনগণের ১৩২ কোটি টাকার অর্থ অপচয়ের এলইডি প্রকল্প গ্রহণের তীব্র সমালোচনা করা হয়। স্থায়ী কমিটির সদস্যরা মনে করেন, শুধমাত্র দুর্নীতি ও নির্বাচনের আগে ফায়দা নেওয়ার জন্য এই ধরনের প্রকল্প গ্রহণ করা হচ্ছে।

তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় অংশ নেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

সর্বশেষ