পাবনায় আওয়ামী লীগ নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

পাবনার হেমায়েতপুরে আওয়ামী লীগ নেতা সাইদার রহমান মালিথাকে বাজারের মধ্যে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

- Advertisement -

সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া মুজিব বাঁধ এলাকায় শুক্রবার দুপুরে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত সাইদার রহমান পাবনা পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, জমির বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, বেলা দেড়টার দিকে সাইদার বাঙ্গাবাড়িয়া বাজারে বাঁধের একটি দোকানে বসে ছিলেন। সে সময় মোটরসাইকেলে করে একদল হেলমেট পরা লোক এসে তাকে ঘিরে ধরে। তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করতে থাকে।ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের নাতি সাদ্দাম মোল্লা বলেন, ‘সাইদার দাদা দুপুরে ফোন করে আমাকে আসতে বলেন। বাজারে কথা শেষে নামাজ পড়ার জন্য বাড়ির দিকে রওনা হওয়ার ১০ মিনিট পরই শুনতে পাই তাকে কারা যেন হত্যা করেছে।’

নিহতের স্ত্রী দিলরুবা জাহান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সাইদারের সঙ্গে হেমায়েতপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন মালিথার জমি নিয়ে বিরোধ ছিল। কয়েক দিন ধরে আলাউদ্দিন তাকে হত্যার হুমকি দিচ্ছিলেন। গতকালও হুমকি দিয়েছিলেন।

‘আজ প্রকাশ্যে তাকে মেরে ফেলল। আমি তিনটা বাচ্চা নিয়ে কী করব? যারা আমার স্বামীকে হত্যা করেছে তাদের আমি শাস্তি চাই।’

হেমায়েতপুর ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, শরিকানা জমি নিয়ে আলাউদ্দিন ও সাইদারের পরিবারের বিরোধ অনেক বছরের। এর জেরে তাদের মধ্যে বেশ কয়েকবার মারামারি হয়েছে।

চেয়ারম্যান বলেন, ‘আজকের ঘটনাও সেই বিরোধের জের বলেই শুনেছি। তবে ওই এলাকায় বেসরকারি প্রতিষ্ঠানের একটি সোলার প্ল্যান্টের জমি কেনা নিয়েও তাদের মধ্যে বিরোধ ছিল।’

পুলিশ কর্মকর্তা মাসুদ আলম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হত্যাকারীদের গ্রেপ্তারে কাজ শুরু করেছে পুলিশ।’

সর্বশেষ