spot_imgspot_img
spot_imgspot_img

বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ভরিপ্রতি ৮৪ হাজার ৫৬৪ টাকা

spot_img

বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম আবারো বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এ দফায় ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ২৫০ টাকা। অর্থাৎ প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৮৪ হাজার ৫৬৪ টাকায়।

- Advertisement -

আজ শনিবার পর্যন্ত ছিল ৮৩ হাজার ২৮০ টাকা। অর্থাৎ ভালো মানের স্বর্ণের দাম ভরিতে বাড়ানো হয়েছে ১ হাজার ২৮৫ টাকা।

আজ বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া লিটনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। আগামীকাল রোববার থেকে এ দাম কার্যকর হবে।

নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ৮৪ হাজার ৫৬৪ টাকা, ২১ ক্যারেটের দাম ৮০ হাজার ৭১৪ টাকা টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ৬৯ হাজার ১৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৫৭ হাজার ৩৮৬ টাকা হয়েছে।

তবে রুপার দাম আগের মতো অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ