spot_imgspot_img
spot_imgspot_img

মিয়ানমার পরিস্থিতির দিকে নজর রাখছে ঢাকা

spot_img

মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে বাংলাদেশ। আকাশসীমা লঙ্ঘন এবং বাংলাদেশের ভূখণ্ডে গোলা পড়ার বিষয়ে নেপিদোকে আরও সতর্ক থাকতে বলেছে ঢাকা। সীমান্তে ইচ্ছাকৃত উত্তেজনা ছড়ালে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

- Advertisement -

মিয়ানমারে বিদ্রোহীদের বিরুদ্ধে আবারো ব্যাপক সামরিক অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী। দেশটির অভ্যন্তরীণ দ্বন্দ্ব হলেও এর প্রভাব পড়ছে বাংলাদেশ সীমান্তে বান্দরবানের ঘুমধুম ও তমব্রু এলাকায়। গোলাগুলির শব্দে আতঙ্কিত স্থানীয়রা।

এরই মধ্যে বিদ্রোহীদের বিরুদ্ধে চালানো বিমান হামলায় কয়েক দফা আকাশ সীমানা লঙ্ঘন করেছে মিয়ানমারের যুদ্ধবিমান এবং হেলিকপ্টার। মর্টার শেলও এসে পড়ছে বাংলাদেশের ভূখণ্ডে। মিয়ানমারের রাষ্ট্রদূত নেপিদোর দাবি করে বলেছেন, ঘটনাগুলো অনিচ্ছাকৃত।
এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, মিয়ানমারের কর্মকাণ্ডের দিকে সর্তক নজর রাখা হচ্ছে। এসব ঘটনার প্রতিবার জানাতে কয়েকবার দেশটির রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।

পররাষ্ট্র সচিব আরও জানান, যে কোনো পরিস্থিতি সামাল দিতে বর্ডার গার্ড- বিজিবিকে প্রস্তুত রাখা হয়েছে।

নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান সচিব। এছাড়া তমব্রুসহ আশপাশের এলাকায় অতিরিক্তি বিজিবি মোতায়েন করা হয়েছে

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ