পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার মামলায় ফেনীর সোনাগাজীর উপজেলা বিএনপির সভাপতি চেয়ারম্যান গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টুসহ ৪৭ নেতা-কর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি মো.রেজাউল হাসান ও বিচারপতি মো.আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ আসামিদের ছয় সপ্তাহের জামিন দেন।
২৯ আগস্ট বিকেল ৪টায় বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে সোনাগাজীতে বিএনপি-পুলিশ সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তাসহ ১০ জন আহত হন। এ ঘটনায় পুলিশ বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ৪০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।
এ ঘটনায় গত ৩০ আগস্ট বিকেলে সোনাগাজী মডেল থানায় মামলা দুটি দায়ের করা হয়। মামলার দুটির বাদী এসআই সুরজিৎ বড়ুয়া ও এসআই মাইন উদ্দিন ।
দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুসহ অঙ্গসংগঠনের ৩৪৪ নেতাকর্মীর নামে পৃথক মামলা হয়।