ক্ষুব্ধ রুশ জাতীয়তাবাদীরা

পূর্ব ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর পিছু হটার ঘটনায় ক্ষুব্ধ রুশ জাতীয়তাবাদীরা। শনিবার রুশ সেনারা অঞ্চলটিতে নিজেদের প্রধান ঘাঁটি থেকে পালিয়ে আসে। এর একদিনের মাথায় রবিবার ইউক্রেন যুদ্ধে অবিলম্বে চূড়ান্ত বিজয় নিশ্চিতের জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছে ক্ষুব্ধ রুশ জাতীয়তাবাদীরা। এজন্য যুদ্ধক্ষেত্রে প্রয়োজনীয় পরিবর্তন আনয়নেরও দাবি তুলেছে তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

- Advertisement -

এ বছরের মার্চে কিয়েভ থেকে রুশ সেনাদের সরিয়ে নেওয়ার পর থেকে খারকিভ প্রদেশের ইজিয়ামের দ্রুত পতন ছিল ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে বাজে ধরনের সামরিক পরাজয়।

শনিবার যখন রুশ বাহিনী ইজিয়াম ছাড়ছিল, পুতিন তখন মস্কোর একটি পার্কে ইউরোপের বৃহত্তম ফেরিস হুইল খুলছিলেন। ১১৪৭ সালে প্রতিষ্ঠিত হওয়া শহরটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আতশবাজি রেড স্কয়ারের আকাশকে আলোকিত করে তোলে। ইউক্রেন থেকে পিছু হটার মুহূর্তে এমন উদযাপনের সমালোচনা করেছেন অনেকে।

ইউক্রেনে রুশ বাহিনীর পারফরম্যান্সের কঠোর সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র হিসেবে পরিচিত চেচেন নেতা রমজান কাদিরভ। ঘাঁটি থেকে রুশ বাহিনীর পিছু হটার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি। তার ভাষায়, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যারা আছেন আমি তাদের মতো কৌশলবিদ নই। কিন্তু এটা পরিষ্কার যে, ভুলগুলো হয়েছে। আমি মনে করি তারা কয়েকটি উপসংহার টানবে। আজ বা কাল যদি বিশেষ সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে পরিবর্তন করা না হয়, তাহলে আমি দেশের নেতৃত্বের কাছে যেতে বাধ্য হবো, যাতে তাদের কাছে পরিস্থিতি ব্যাখ্যা করা যায়।’

বহু রুশ সামরিক ব্লগারও বিষয়টি নিয়ে নিজেদের ক্ষোভের কথা জানিয়েছেন। টেলিগ্রামে প্রচুর ফলোয়ার রয়েছে ক্রেমলিন সমর্থক এমন কিছু সংবাদদাতা এবং সাবেক ও বর্তমান কিছু কর্মকর্তা এমন পরিস্থিতির জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়কে দায়ী করেছেন।

রুশ জাতীয়তাবাদে বিশ্বাসী একজন সাবেক এফএসবি অফিসার ইগর গিরকিন। ২০১৪ সালে ইউক্রেনের পূর্ব ডনবাস অঞ্চলে যুদ্ধ শুরু করতে সাহায্য করেছিলেন তিনি। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে একজন ‘কার্ডবোর্ড মার্শাল’ হিসেবে অভিহিত করেছেন তিনি।

জনমত জরিপ বলছে, পুতিনের পশ্চিমাপন্থী উদারনৈতিক সমালোচনার চেয়ে সামরিক ব্যর্থতায় দেশটির জাতীয়তাবাদীদের যে ক্ষোভ সেটি ক্রেমলিনের জন্য বড় ধরনের সমস্যা হয়ে দেখা দিতে পারে।

সর্বশেষ