সাত হাজার ৪৬০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে সাত হাজার ৪৬০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

- Advertisement -

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) ডিআইজি মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ২২ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের সাত হাজার ৪৬০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।

আটক মাদককারবারিরা হলেন মো. আক্তার (২৫) ও মো. ইমন শেখ (২৮)। অভিযানে তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, দীর্ঘদিন ধরেই তারা মাদকের কারবার করে আসছিলেন। তারা যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করতেন।

আটক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‌্যাব-১০ এর অধিনায়ক ডিআইজি মাহফুজুর।

সর্বশেষ