কলকাতায় তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের সময় বেশ কয়েকজন বিজেপি নেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিজেপির রাজ্য দপ্তরের সামনে এ ঘটনা ঘটে।
তৃণমূল কংগ্রেস বিরোধী নবান্ন অভিযান বা পদযাত্রায় অংশ নিতে সকাল থেকে কলকাতা ও হাওড়ায় জড়ো হন হাজারো বিজেপি সমর্থক। দুপুরের দিকে হাওড়া ব্রিজের কাছে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ বাঁধে। বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে পুলিশ। এক পর্যায়ে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।
গ্রেপ্তার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, পশ্চিমবঙ্গকে উত্তর কোরিয়াতে পরিণত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বান্যার্জি। পুলিশ যা করছে তার খেসারত দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
গ্রেপ্তার হন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, দীপাঞ্জন গুহ-সহ অন্যান্য বিজেপি নেতারা। যদিও বিজেপি নেতাদের দাবি, তাদের ‘লালবাজার কৌশল’ ধরতেই পারেনি পুলিশ।
সাঁতরাগাছিতে বিজেপি কর্মী, সমর্থকদের রুখতে কাঁদানে গ্যাসের শেল, জলকামান ব্যবহার করছে পুলিশ। হাওড়া ব্রিজের উপর দিলীপ ঘোষের নেতৃত্বাধীন মিছিলও আটকে দেয়। বাধা পেয়ে হাওড়া ময়দানে রাস্তায় বসে পড়েন সুকান্ত মজুমদার। এ সময় আরেকটি মিছিল বের হয় বিজেপির রাজ্য সদর দপ্তর থেকে।