spot_imgspot_img
spot_imgspot_img

জামায়াতের বিচারে আইনের সংশোধনী শিগগিরই সংসদে তোলা হবে

spot_img

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দল হিসেবে জামায়াতে ইসলামীর বিচারের জন্য আইনের সংশোধনী শিগগিরই জাতীয় সংসদে তোলা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

- Advertisement -

বৃহস্পতিবার রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ভিন্ন নামে জামায়াতের আবেদন ইসি কীভাবে নিষ্পত্তি করে—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সরকার সেটি পর্যবেক্ষণ করে দেখবে।

অপর এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, জাতীয় নির্বাচনের আগে খালেদা জিয়াকে কারাগারে ফেরত পাঠানোর সম্ভাবনা নেই।

বুধবার রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নামে নতুন একটি দলের নেতারা।

নতুন দলটির নেতৃত্বের সঙ্গে নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতা আছে বলে আলোচনা রয়েছে। আবেদনপত্র জমা দিতে এসে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন দলটির নেতারা।

এর পরই জামায়াতের নিবন্ধন বাতিল ও দল হিসেবে সংগঠনটির বিচারের বিষয়টি আবারও সামনে আসে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ