spot_imgspot_img
spot_imgspot_img

মতিঝিলে গার্মেন্ট শ্রমিকদের সড়ক অবরোধ

spot_img

দেশের প্রধান বাণিজ্যিক এলাকা রাজধানীর মতিঝিলে সড়ক অবরোধ করেছেন গার্মেন্ট শ্রমিকরা। ওলিও গার্মেন্টস নামের একটি প্রতিষ্ঠানের মালিকানা স্থানান্তরের প্রতিবাদে সড়ক অবরোধ করে তারা। আজ সকাল সোয়া ৮টা থেকে তারা সড়ক অবরোধ করে রাখেন। এতে মতিঝিল, কমলাপুর, ফকিরাপুলসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ।

- Advertisement -

শ্রমিকরা জানান, তাদের না জানিয়ে কর্তৃপক্ষ মতিঝিল থেকে কেরানীগঞ্জে কারখানা স্থানান্তর করেছে।
মতিঝিল ট্রাফিক জোনের পুলিশের সহকারী কমিশনার (এসি) এস এম বজলুর রশীদ জানান, আজ সকালে সহস্রাধিক গার্মেন্ট কর্মী মতিঝিলে সড়ক অবরোধ করে। এতে মতিঝিলের প্রতিটি পয়েন্ট বন্ধ রয়েছে। গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করছেন। শিগগির বিষয়টি সমাধান হবে বলে আশা করছি।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ