spot_imgspot_img
spot_imgspot_img

প্রাথমিকের শিক্ষক নিয়োগে ফল প্রকাশ কাল

spot_img

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রস্তুত করা হয়েছে। আগামীকাল (সোমবার) এ ফল প্রকাশ করা হবে।

- Advertisement -

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সহকারী শিক্ষক পদের চূড়ান্ত ফল তৈরির সব কাজ শেষ হয়েছে। গত বৃহস্পতিবার বুয়েটে এ ফল যাচাই-বাছাই করা হয়েছে। আগামীকাল (সোমবার) বিকালের মধ্যে এটি প্রকাশ করা হবে।

সহকারী শিক্ষকের পদ সংখ্যা বাড়িয়ে ৪৫ হাজার শিক্ষক নিয়োগের কথা থাকলেও বিজ্ঞপ্তি অনুসারে ৩২ হাজার ৫৭৭ পদে নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষা তিন ধাপে নেওয়া হয়। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৪০ হাজার ৮৬২ জন, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৫৯৫ এবং তৃতীয় ধাপে ৫৭ হাজার ৩৬৮ জন।

তবে চূড়ান্ত ফল একবারেই প্রকাশ করা হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ