জনসভায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন অসুস্থ আওয়ামী লীগ নেতা

মো.রাশেদ: চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে আসা একব্যক্তি অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। গতকাল রোববার দুপুর ১২টার দিকে নগরীর সদরঘাট এলাকার একটি হোটেলের সামনে এ ঘটনা ঘটে। তার নাম জহিরুল ইসলাম বাঁচা (৪৭)। তিনি চন্দনাইশ উপজেলার ৮ নম্বর উত্তর হাশিমপুর ইউনিয়নের মৃত দুলা মিয়ার ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, অসুস্থ একব্যক্তিকে দুপুরে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নিয়ে আসা একব্যক্তি জানিয়েছেন- জনসভায় যোগ দিতে আসার পথে সদরঘাট এলাকার শাহজাহান হোটেলের সামনে অসুস্থ হয়ে পড়েন তিনি।

সর্বশেষ