বিএনপি নেতা এ্যানি-জুয়েলকে আটক করেছে ডিবি পুলিশ

 

- Advertisement -

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েলকে আটক করেছে ডিবি পুলিশ।

বুধবার বিকেল ৪টা ২৪ মিনিটে নয়া পল্টন থেকে ডিবি পুলিশ তাদের আটক করে।

বিএনপি সূত্র জানিয়েছে, নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করে কাকরাইল নাইটেঙ্গেল মোড় ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে তাদের ডিবি পুলিশের গাড়িতে তোলা হয়। পরে গাড়িটি পুরানা পল্টনের দিকে চলে যায়।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

খালেদা জিয়ার প্রেস সচিব শিমুল বিশ্বাস আটক

এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস সচিব শিমুল বিশ্বাসকে আটক করেছে পুলিশ।

বুধবার বিকেল ৪টা ৫০মিনিটে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

দলীয় সূত্র জানিয়েছে, নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভিতর থেকে অসুস্থ নেতাকর্মীদের বের করার সময় তাকে আটক করা হয়।

শিমুল বিশ্বাসকে আটকের নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সর্বশেষ