প্রিয় সংবাদ:: ফুটপাতে অস্থায়ী দোকান বসিয়ে যৌন সমস্যার ট্যাবলেট বেশি বিক্রি করলেও বেশি আগ্রহী গাছের শেকড় ও ভেষজ গাছের প্রতি। বাংলাদেশে যৌন সমস্যা এখনও লজ্জা ও নিষিদ্ধতার আবরণে মোড়া। এ নিয়ে মানুষ খোলাখুলি আলোচনা করে না, কারণ এদেশে এটা একটা ‘গোপন সমস্যা’। এর ফলে বাংলাদেশে যৌন সমস্যায় আক্রান্ত রোগীদের টার্গেট করে গড়ে উঠেছে উদ্ভট এক চিকিৎসাব্যবস্থার শৃঙ্খল। এই শৃঙ্খলে রয়েছে অনিবন্ধিত ট্যাবলেট বিক্রেতারা, যারা যৌন সংসর্গ নিয়ে পুরুষদের ভয়কে পুঁজি করে ব্যবসা করে।
এই তথাকথিত ইউনানি ওষুধগুলোর নাম ঔষধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) ওয়েবসাইটে নিবন্ধিত ইউনানি পণ্যের
তালিকায় পাওয়া যাবে না। তার মানে, চট্টগ্রামে রাস্তায় প্রকাশ্যে এসব অনিবন্ধিত ওষুধ বিক্রি করছে বিক্রেতারা। আর তাদের কাছে নিবন্ধন করা যে কটি ইউনানি ওষুধ আছে, সেগুলোও তারা কোনো ধরনের ডাক্তারি প্রেসক্রিপশন ছাড়াই বিক্রি করছে। একটু ঘোরাঘুরি করলেই দেখতে পাবেন, অনেক বিক্রেতা যৌনরোগীদের কাছে এসব ট্যাবলেট ও জড়িবুটি বিক্রি করছে। তবে শুধু তারাই পুরুষদের নিরাপত্তাহীনতা ও ভয়কে পুঁজি করে ব্যবসা করছে না। আমরা অনলাইনে কিছু ‘জনপ্রিয়’ কবিরাজের খোঁজও পেয়েছি। এরা যৌনরোগীদের সমস্যা সারাতে ফেসবুক ও ইউটিউবে ‘কবিরাজি’ ওষুধ বিক্রি করে।
এখন যে পণ্যগুলো [কবিরাজ ও রাস্তার বিক্রেতারা] বাজারে বিক্রি করছে, সেগুলো কি নিরাপদ? এ প্রশ্নের সরাসরি উত্তর হলো এসব পণ্য মোটেও নিরাপদ না। ‘এগুলো বড় বিপদের কারণ হতে পারে। ড্রাগ আইন, নিরাপত্তা বা ডোজ নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। আর রোগীদের যখন কিছু হয়, তখনও তাদের নিয়ে মাথা ঘামায় না। [কবিরাজদের ভুল ওষুধের ভুক্তভোগী] এই রোগীদের গল্প সোশ্যাল মিডিয়ার পেজে পাবেন না।
‘এদের সবচেয়ে বড় সুবিধা হলো এরা সব ধরনের দায় থেকে মুক্ত। [কারণ] এর [যৌন চিকিৎসা] সঙ্গে কিছু লজ্জা আর অবমাননার ব্যাপার জড়িত। যারা সম্পূর্ণরূপে যৌনতা সক্ষমতা হারিয়ে ফেলেছে, তারা অপমানিত হওয়ার ভয়ে এই বিষয়ে কথা বলে না। কবিরাজরা এই অসহায়ত্বকেই পুঁজি করছে।’
‘অনেক ক্ষেত্রে প্রাথমিকভাবে সমস্যাটির সমাধান কিছুটা করা যায় হয়তো। কিন্তু এসব পণ্য অনেকেরই যৌন সক্ষমতা ও উর্বরতার ক্ষতি করতে পারে।
চিকিৎসাবিজ্ঞানের অন্যতম সস্তা ওষুধ হলো যৌন ওষুধ। যৌনতা সম্পর্কে অনেকের মনেই ভুল ধারণা রয়েছে, যা শুধু কথা বলে দূর করা সম্ভব।
অনেক রোগীরই যৌন সক্ষমতা নিয়ে উদ্বেগ আছে। এক-দুটি ছোট ওষুধ দিয়ে এই সমস্যাগুলোর সমাধান করা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই এসব ওষুধের দামও কম হয়। স্রেফ সচেতনতাই অনেক সমস্যার সমাধান দিতে পারে।
https://www.facebook.com/100004069464022/videos/827138341884953