মা হারা ফখরুলকে ফোন করে সান্ত্বনা দিলেন কাদের

বৃহস্পতিবার,১২ এপ্রিল,২০১৮

- Advertisement -

 

প্রিয় সংবাদ ডেস্ক :  রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মা ফাতিমা আমিন। এ খবর শোনার পর বিএনপি মহাসচিবকে ফোন করে সান্ত্বনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কয়েকদিন আগে আমিও আমার মাকে হারিয়েছি। মা হারানোর যন্ত্রণা আমি বুঝি। এ সময় শোক সন্তপ্ত মির্জা ফখরুলের পারিবারের পাশে থাকার কথা জানান ওবায়দুল কাদের।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিন মারা যান।

সর্বশেষ