প্রিয় সংবাদ বিডি ডেস্ক :: নগরীর হালিশহর আর্টিলারি সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি মোটর সাইকেলের সংঘর্ষে গ্রিন ভিউ ১ নং লেইনের বাসিন্দা জিয়াউল হকের ছেলে জিসানুল হক সামির (১৭) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এবং মোটর সাইকেলে সাথে থাকা ২ আরোহী গুরুতর আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সামির হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দশম শ্রেনীর শিক্ষার্থী ছিলেন। নগরীর হালিশহর আর্টিলারি সড়কের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বিপরিতে গ্রিন বার্ডস ইন্টার ন্যাশনাল স্কুলের সামনে ব্যাটারি চালিত অটোরিকশার সাথে মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যায়।
এ দূর্ঘটনার বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমরা ঘটনাস্থলে পৌছেছি বিস্তারিত পরে জানানো হবে।