মানিকগঞ্জে আ’লীগের অঙ্গসংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ, আহত ৬

প্রিয় সংবাদ বিডি ডেস্ক :: মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার সাংবাদিকদের বলেন, পরিস্থিতি স্বাভাবিক আছে এবং কোনো পক্ষই এখনো পর্যন্ত অভিযোগ করেনি।

- Advertisement -

জানা যায়, এই ঘটনায় সদর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, সেচ্ছাসেবক লীগ নেতা সানজিদ কাজল, সেচ্ছাসেবক লীগ নেতা জসিম উদ্দিনসহ শ্রমিক লীগ ও যুবলীগের ছয় নেতাকর্মী আহত হয়েছেন।

জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক খান তুষার বলেন, শ্রমিক লীগের ফুল দেয়াকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এটা দুঃখজনক ঘটনা। মূলত সেচ্ছাসেবক লীগের সাথে এ বিষয়ে কোনো সর্ম্পক নেই।

জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল বলেন, শ্রমিক লীগের নিজেদের দ্বন্দ্ব কোনোভাবেই সেটা নিয়ে শহীদ মিনারের মতো পবিত্র স্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো ঠিক হয়নি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। কোনো সমস্যা থাকলে সিনিয়র নেতৃবৃন্দই সেটা সমাধান করতে পারে এটা নিয়ে কোনো কিছু ঘটা সত্যই দুঃজনক।

অপর দিকে রাত ১২টা ১ মিনিটে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো: আ: লতিফের নেতৃত্বে জেলা প্রশাসন। এর পর জেলা পুলিশ সুপার গোলাম আজাদ খানের নেতৃত্বে পুলিশ প্রশাসন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের নেতৃত্বে জেলা পরিষদ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, মানিকগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সরকারি-বেসরকারি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

সর্বশেষ