প্রিয় সংবাদ বিডি ডেস্ক :: রাজধানীর মতিঝিলে একটি আবাসিক হোটেলের ১১ তলার ব্যালকনি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি ২০ তলা থেকে লাফিয়ে পড়ে ‘আত্মহত্যা করেছেন’ বলে পুলিশের ধারণা। ওই যুবকের নাম হাসান শাহীন (৪৮)।
সোমবার রাতে ফকিরাপুলের রহমানিয়া আবাসিক হোটেল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মতিঝিল থানার ওসি মিজানুর রহমান বলেন, প্রথমে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিট ফিংগারপ্রিন্ট শনাক্ত করে শাহীনের স্বজনদের খবর দেয়। তার দুই ভাই হাসান সাব্বির ও আদিল রেজওয়ান এসে লাশ শনাক্ত করেন। তিনি লাফ দেওয়ার পর নিচে না পড়ে ওই ব্যালকনিতে পড়েন।
অবিবাহিত শাহীন গুলশানে ভাইয়ের বাসায় থাকতেন। ওসি বলেন, হতাশাগ্রস্ত হয়ে শাহীন আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এক প্রশ্নের জবাবে ওসি বলেন, শোনা যাচ্ছে তিনি শেয়ার ব্যবসায় ছিলেন। তবে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ময়নাতদন্তের জন্য হাসান শাহীনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।