গ্রিসে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৫৭

প্রিয়সংবাদ বিডি ডেস্ক :: গ্রিসে গত মঙ্গলবার দেশটির ইতিহাসে ভয়াবহতম ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এতে আজ বৃহস্পতিবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে। দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

- Advertisement -

এই দুর্ঘটনার তদন্তে দেশটির সরকার ১০ জনের তদন্তকারী এক দল গঠন করেছে। এরমধ্যে ইলেনি নামে এক কর্মকর্তা বিবিসিকে বলেছেন, ৫৭টি অক্ষত লাশ থেকে ডিএনএ নেওয়া হয়েছে। ট্রেনের ধ্বংসস্তূপে এখনও উদ্ধার অভিযান চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

রেল দুর্ঘটনায় ইতোমধ্যে স্থানীয় স্টেশনমাস্টারের বিরুদ্ধে মানুষ হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনার দায় কাঁধে নিয়ে দেশটির পরিবহন মন্ত্রী পদত্যাগ করেছেন।

এদিকে এমন দুর্ঘটনায় আজ দেশটির অনেকে বিক্ষোভে নেমেছে। এথেন্সে দেশটির রেল অপারেটর হেলেনিক ট্রেনের সদরদপ্তরের বাইরে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই কোম্পানি দেশটির রেল ব্যবস্থার দেখভাল করে।

এ ছাড়া থেসালোনিকি এবং লারিসা শহরেও বিক্ষোভ হয়েছে। এছাড়া দেশটির অন্যান্য জায়গা থেকে বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। গ্রিসের সরকার জানিয়েছে, তারা এই ভয়াবহ রেল দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত করবে। ইতোমধ্যে এই দুর্ঘটনার কারণে তিনদিনব্যাপী জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ