ঢাকার ৪ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি

যুগপৎ ধারায় ঘোষিত ১-দফা শেখ হাসিনা’র পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আগামীকাল ঢাকার ৪ গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে বিএনপি।বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে দলটি।

- Advertisement -

ঢাকার কোন কোন প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করবে তা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপি উত্তরা বিএনএস সেন্টার উল্টো দিকে রাস্তার পূর্ব পাশে এ অবস্থান কর্মসূচি পালন করবে। এ অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং গাবতলী এস এ খালেক বাস স্টেশনের সামনেও এ কর্মসূচি পালন করা হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নয়া বাজার দলটির অফিসের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভার থেকে নেমে চট্টগ্রাম রোড দনিয়া কলেজ সংলগ্ন এখানেও এ কর্মসূচি পালন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আজ শুক্রবার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে থেকে এ অবস্থান কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সর্বশেষ