spot_imgspot_img
spot_imgspot_img

‘অপেক্ষা করুন, বিএনপি থেকে আরও অনেকে পালাবেন’হাছান মাহমুদ

spot_img

বহু নেতা বিএনপি থেকে পালাবেন মন্তব্য করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘একটু অপেক্ষা করুন, দেখবেন শমসের মবিন চৌধুরী ও তৈমুর আলম খন্দকারের পাশাপাশি আরও বহু নেতা বিএনপি থেকে পালাবেন।’

- Advertisement -

আজ বুধবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘আরও বহু জন বিএনপি থেকে পালিয়ে আসবেন। কারণ যে দল নেতাদের সম্মান দিতে জানে না, আর যে দল কাউকে নির্বাচন করতে দেয় না; সে দল তো সবাই করবে না। সুতরাং শুধু শমসের মবিন চৌধুরী ও তৈমুর আলম খন্দকার নয়, আরও নেতাই আসবে, একটু অপেক্ষা করুন, দেখবেন।’

মির্জা আব্বাস বলেছেন, ‘সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন। এতে সরকার পদত্যাগ করতে বাধ্য হবে।’ এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘মির্জা আব্বাস সাহেব এটা গত সাড়ে ১৪ বছর ধরে বলছেন নতুন কিছু নয়।’

উল্লেখ্য, সম্প্রতি তৃণমূল বিএনপিতে যোগ দিয়েই দলটির শীর্ষ নেতৃত্বে এসেছেন বিএনপির সাবেক দুই নেতা সমশের মবিন চৌধুরী ও তৈমুর আলম খন্দকার। সমশের মবিন চৌধুরী তৃণমূল বিএনপির চেয়ারপারসন এবং তৈমুর দলটির মহাসচিব নির্বাচিত হয়েছেন। তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা নাজমুল হুদার মেয়ে অন্তরা হুদাকে দলটির নির্বাহী চেয়ারপারসন নির্বাচিত করা হয়েছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ