সংবাদপত্র হচ্ছে জাতির চতুর্থ স্তম্ভ ঃ সাবেক সচিব জামাল উদ্দিন আহমেদ

মো.মুক্তার হোসেন বাবু :: চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সাবেক সচিব জামাল উদ্দিন আহমেদ বলেছেন, সৃষ্টির চাঞ্চল্য এবং ভেতরের তাড়না না থাকলে সমাজ এগোতে পারে না। সংবাদপত্র হচ্ছে জাতির চতুর্থ স্তম্ভ। আর সাংবাদিকরা হচ্ছে এই স্তম্ভের ভিত্তি। তারা জনমত তৈরি করে দেশ গড়তে সহায়তা করেন। তাদেরকে অনেক সময় বিচারকের ভূমিকায় অবতীর্ণ হতে হয়। পেশাগত জীবনে সাংবাদিকদের সহযোগিতা আমার কাজে স্পৃহা জুগিয়েছে। তাদের সাথে তৈরি হয়েছে আমার সুদৃঢ় বন্ধন।

- Advertisement -

মঙ্গলবার দুপুরে প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।

জামাল উদ্দিন আরো বলেন, সমাজের প্রতি মানুষের দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকে পটিয়া ডায়াবেটিক হাসপাতালের নির্মাণকাজ শুরু করেছি। স্বপ্ন রয়েছে একটি অনাথ শিক্ষালয় গড়া। যেখানে আধুনিক শিক্ষায় দক্ষ জনগোষ্ঠী তৈরি করা হবে। প্রেস ক্লাবের উন্নয়নেও আগামী আমি নিজেকে সম্পৃক্ত রাখতে চাই।

সভাপতির বক্তব্যে সালাহউদ্দিন মো. রেজা বলেন, সাবেক সচিব জামাল উদ্দিন আহমেদ বিদ্যা এবং প্রাণের প্রাচুর্যে একজন পরিপূর্ণ মানুষ। যাদের জীবন শিক্ষা এবং সংগঠন দিয়ে শুরু, তাদের আগামী দিনগুলো আলোকিত হয় যা তার মধ্যে প্রতিফলিত হয়েছে। সফলতার সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে জনকল্যাণমূলক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। প্রেস ক্লাবের কল্যাণেও তিনি পাশে থাকবেন।
স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক বলেন, বহুমুখী গুণের অধিকারী জামাল উদ্দিন আহমেদ সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। তিনি জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের দায়িত্ব পালনকালীণ সময়ে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। যার ভাবনায় সবসময় দেশ, রাষ্ট্র এবং সমাজের কল্যাণ।

যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ, স্থায়ী সদস্য মুহাম্মদ শামসুল হক, স্বপন কুমার মল্লিক এবং ই পারভেজ ফারুকী। জামাল উদ্দিন আহমেদের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন ক্লাবের সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান।

জামাল উদ্দিন আহমেদকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মাননা স্মারক প্রদান ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি মনজুর কাদের মনজু, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য মো. আইয়ুব আলী ও মঞ্জুরুল আলম মঞ্জু এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ