সাইফুর রহমান নৌশাদ : চট্টগ্রামে চেকের মামলায় সাজার রায় শুনে আদালত চত্বর থেকে প্রিজন ভ্যানে তোলার সময় পালিয়েছেন এক আসামি। তবে দুই ঘণ্টা পর তাকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। ওই আসামি হলেন মো. সাইফুল করিম খান। তিনি নগরের হালিশহরের বজলুল করিম খানের ছেলে।
রবিবার (২৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এর আগে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালত তাঁকে ৬ মাসের সাজা দেন। আদালত থেকে কারাগারে নেওয়ার জন্য গাড়িতে তোলার সময় সংশ্লিষ্টদের চোখ ‘ফাঁকি’ দিয়ে পালিয়ে যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নিশান চাকমা তিনি বলেন, ‘আসামিকে একটি মামলায় ৬ মাসের সাজা দেওয়া হয়। পরে আদালত প্রাঙ্গণ থেকে ওই আসামি পালিয়ে যান। তবে বেলা আড়াইটার দিকে নগরের সাগরিকা এলাকা থেকে তাকে ফের গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রাম আদালত থেকে প্রিজনভ্যানে তোলার সময় আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বরত এক পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে দুই সদস্যের একটি কমিটি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। প্রত্যাহার হওয়া ওই পুলিশ সদস্য হলেন কবির হোসেন। তিনি কোর্ট পুলিশের কনস্টেবল। দুপুর সাড়ে ১২টার দিকে চেকের মামলায় মো. সাইফুল করিম খান নামে এক আসামির ৬ মাসের সাজা হয়। তাঁকে প্রিজনভ্যানে তোলার সময়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নিশান চাকমা আরও বলেন, পালিয়ে যাওয়া ওই আসামিকে গ্রেপ্তারের পরপর দুই সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পেলে বাকি অভিযুক্তদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।