চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার-৪

প্রিয় সংবাদ: চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- জয় ওরফে কালাইয়া (২৩), মো. মেহেরাজ মিয়া (১৯), মো. কাউছার (২৪) ও মো. শরীফ (২০)। আজ মঙ্গলবার ভোর ৫টার নতুন রেলওয়ে স্টেশন সংলগ্ন ৭ নম্বর বাস পার্কিংয়ের ভেতর থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি টিপ ছোরা উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, ভোরে নতুন রেলওয়ে স্টেশন সংলগ্ন ৭ নম্বর বাস পার্কিংয়ের ভেতর থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি টিপ ছোরা উদ্ধার করা হয়। তারা রাতে নগরীর বিআরটিসি ও সিআরবিগামী পথচারী, স্টেশন রোড, রিয়াজউদ্দিন বাজার কেন্দ্রিক যাতায়াতকারী গাড়ি ও পথচারীদের টার্গেট করে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়।

সর্বশেষ