ছবি-৪
নিজস্ব প্রতিবেদক : ভোলার লালমোহন থানায় ধর্ষণ মামলার প্রধান আসামি মো. সাগরকে (২০) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব-৭।প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ রয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে। ধর্ষণের শিকার ১৮ বছর বয়সী ভিকটিম ভোলা জেলার লালমোহন থানার চরভূতা গ্রামের বাসিন্দা।
গতকাল মঙ্গলবার সকালে র্যাব-৭ এর এক খবর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত সোমবার নগরীর চান্দগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাগর লালমোহন থানা সদর এলাকার মনির বাকলাইয়ের ছেলে।
র্যাব জানায়, গ্রেফতার মো. সাগর ভিকটিমকে বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব দিতেন এবং উত্ত্যক্ত করতেন। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সাগর ১২ জানুয়ারি ভিকটিমকে জোরপূর্বক তুলে নিয়ে একটি পরিত্যক্ত স্থানে সংঘবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যান। এই ঘটনা আদালতে মামলা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, মামলার ২৪ ঘণ্টার মধ্যে আসামির অবস্থান চিহ্নিত করে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর চান্দগাঁও এলাকা থেকে প্রধান আসামি সাগরকে গ্রেফতার করতে সক্ষম হই।