চট্টগ্রামে ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

মো.রাশেদ : চট্টগ্রাম মহানগরী থেকে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ি এলাকা থেকে এলাকা থেকে ডাকাতি প্রস্তুতিকালে সদরঘাট থানা পুলিশ এদের গ্রেফতার করে। এ সময ১টি দেশি অস্ত্র, ৪টি ছুরি, ২টি তালা কাটার যন্ত্র ও ২টি রেঞ্চ উদ্ধার করা হয়।

- Advertisement -

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আরিফ হাসান মেহেদী নামে ডাকাত দলের এক সদস্য স্বীকার করেছে- কয়েকদিন আগে মেহেদীবাগস্থ আমিরবাগ আবাসিকের এক বাসা থেকে চুরি করা স্বর্ণ তার কাছে রয়েছে। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে ডবলমুরিং থানাধীন বারেক বিল্ডিং এলাকার সানাই সিনেমা হলের খালি জায়গার ঝোপের ভিতরে মাটির নিচে লুকানো অবস্থায় ৫১ ভরি ১২ আনা ৩ রত্তি স্বর্ণ উদ্ধার করে পুলিশ।এদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে পুলিশ।

সর্বশেষ