মো.রাশেদ : চট্টগ্রাম মহানগরের খুলশী থানাধীন একটি গোডাউন খেকে চুরি হওয়া ২৭ লাখ ২৮ হাজার টাকার মালামাল ও একটি কাভার্ডভ্যান উদ্ধার করেছে খুলশী থানা পুলিশ। আজ রোববার এ তথ্য জানায় থানা পুলিশ। এর আগে গত শনিবার রাতে তাকে গ্রেফতার সহ মালামাল ও কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়। এসময় মো. সাজ্জাদ হোসেন দুলাল (২৮) নামে একজনকে গ্রেফতার করা হয়।
খুলশী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ নুরুল আবছার বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় সাজ্জাদ হোসেন দুলালকে গ্রেফতার করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
তার দেখানো মতে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন নানুপুর বাজার সংলগ্ন লায়লা কবির ডিগ্রী কলেজের দক্ষিণ পার্শ্বের একটি গোডাউন থেকে আমদানীকৃত ২৫ কেজি ওজনের ৩৪১ বস্তার গুড়ো দুধ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।