spot_imgspot_img
spot_imgspot_img

কিংবদন্তি গজল শিল্পী পঙ্কজ উদাস আর নেই

spot_img

কিংবদন্তি গজল শিল্পী পঙ্কজ উদাস মারা গেছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ভারতের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গায়কের কন্যা নায়াব উদাস ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে বাবার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

- Advertisement -

১৯৮০ সালে ‘আহত’ শিরোনামের গজল অ্যালবাম প্রকাশের মাধ্যমে তিনি সংগীত দুনিয়ায় যাত্রা শুরু করেন। ‘চান্দি জ্যায়সা রং’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’, নিকলো না বেনাকাব’ প্রভৃতি পঙ্কজ উদাসের গাওয়া অসাধারণ সব গজল আজও শ্রোতাদের হৃদয়ে গেঁথে আছে। ‘নাশা’, ‘পয়মানা’, ‘হাসরাত’, ‘হামসফর’-এর মতো বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবামও রয়েছে তার ঝুলিতে।

তার কণ্ঠে বাংলা গান ‘গোলাপ ঠোঁটে রঙিন হাসি’, ‘চোখে চোখ রেখে’, ‘তোমার চোখেতে ধরা’ ইত্যাদি গান জনপ্রিয়তা পেয়েছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ